চরম নির্যাতন বাংলাদেশের হিন্দুদের উপর, অবশেষে গর্জে উঠলেন এপার বাংলার ইমাম-মুয়াজ্জিনরা
বেস্ট কলকাতা নিউজ : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর মৌলবাদীদের অত্যাচারের প্রতিবাদে সরব এপার বাংলার ইমাম-মোয়াজ্জিনরা। বাংলাদেশের পরিস্থিতির আঁচ যাতে কোনওভাবেই এপারে ছড়িয়ে না পরে সেই আবেদন জানিয়েছেন তাঁরা। কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলতে থাকা অত্যাচারের প্রতিবাদে গর্জেও উঠেছেন কলকাতার ইমাম-মোয়াজ্জিনরা।
শেখ হাসিনা সরকারের অবসানের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অবর্ণনীয় অত্যাচার নেমে এসেছে। দিকে-দিকে হামলার স্বীকার হচ্ছে সংখ্যালঘুরা। বাংলাদেশের জেলায়-জেলায় হিন্দু মহল্লায় ঢুকে আক্রমণ চালাচ্ছে কট্টরবাদীরা। ভেঙে চুরমার করা হচ্ছে একের পর এক মন্দির। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর এমন ভয়ঙ্কর নির্যাতনের নেপথ্যে সে দেশে মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ ইমাম-মুয়াজ্জিনদের। উল্লেখ্য কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলতে থাকা অত্যাচারের প্রতিবাদে গর্জে ওঠেন তারা। সম্প্রতি ঢাকায় ভারত বিরোধী ও সংখ্যালঘু বিরোধী বার্তা ছড়ানোরও তুমুল প্রতিবাদ করেন তাঁরা। বাংলাদেশে নৈরাজ্যকর পরিস্থিতির আঁচ যাতে ভারতে না পড়ে তার আবেদন জানিয়েছেন তাঁরা। ওপার বাংলার বিশৃঙ্খল পরিস্থিতির আঁচ যাতে এপার বাংলায় ছড়িয়ে না পড়ে তার জন্য প্রত্যেককে সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন কলকাতার ইমাম, মুয়াজ্জিনরা।