জীবিকার টানে কাজে গিয়েছিলেন কাশ্মীরে, পরিযায়ী শ্রমিকের আর ঘরে ফেরা হল না দেওয়ালির ছুটিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পরিবারের সঙ্গে দেওয়ালির ছুটি কাটাতে শীঘ্রই বাড়ি যাবেন বলে বাবাকে ফোনে জানিয়েছিলেন। বাড়ি যাওয়ার জন্য তৎপরতাও শুরু করেছিলেন। কিন্তু, পরিবারের সঙ্গে আর দেওয়ালি কাটানো হল না। বাড়িতে ফিরল যুবকের নিথর দেহ। জঙ্গিদের গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরের এক পরিযায়ী শ্রমিকের । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায়।ফের উপত্যকায় জঙ্গি তৎপরতা বেড়েছে। দিন দুয়েক আগে শ্রীনগরে জঙ্গিদের গুলিতে জখম হয়েছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক। এবার গুলিবিদ্ধ হলেন এক পরিযায়ী শ্রমিক। পরিবারের সঙ্গে দেওয়ালির ছুটি কাটাতে শীঘ্রই বাড়ি গিয়ে

পুলিশ জানায়, মৃত শ্রমিকের নাম মুকেশ কুমার (৪০)। মুকেশ উত্তরপ্রদেশের ভাটপুরা গ্রামের বাসিন্দা মুকেশ মাস পাঁচেক আগে পুলওয়ামায় ইটভাটায় কাজ করতে আসেন। সোমবার দুপুরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় তাঁর।

উত্তরপ্রদেশের ভাটপুরা গ্রামে বাবা, মা ছাড়াও মুকেশের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। মুকেশের বাবা গঙ্গাপ্রসাদ জানান, দেওয়ালির ছুটি কাটাতে বাড়িতে আসবেন বলে জানিয়েছিলেন মুকেশ। কিন্তু, আর আসা হল না। সোমবার দুপুর আড়াইটে নাগাদ ছেলের মৃত্যু সংবাদ পান বলে জানিয়েছেন তিনি।

পুলওয়ামার পুলিশ আধিকারিক জ্ঞানেন্দ্র কুমার জানান, অন্যান্য আত্মীয়দের সঙ্গেই পুলওয়ামায় ইটভাটায় কাজ করতেন মুকেশ কুমার। তাঁদের থেকেই মুকেশের মৃত্যুর খবর পেয়েছে তাঁর পরিবার। পুলওয়ামার টুমচি নওপোড়া এলাকায় লস্কর-ই-তৈবা জঙ্গির গুলিতেই মৃত্যু হয়েছে মুকেশের। তবে জঙ্গিরা কেন মুকেশকে নিশানা করল, তা এখনও স্পষ্ট নয়। আততায়ীর খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলওয়ামার পুলিশ আধিকারিক জ্ঞানেন্দ্র কুমার।

প্রসঙ্গত, রবিবারই শ্রীনগরে জঙ্গিদের গুলিতে জখম হয়েছিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক। শ্রীনগরের ইদগাহ এলাকায় হঠাৎ করেই ওই পুলিশ আধিকারিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। যদিও বরাতজোরে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *