জেনে নিন গুগল অ্যাকাউন্ট ডিলিট করার সহজ উপায়
বেস্ট কলকাতা নিউজ : বেশিরভাগ মানুষেরই একটা জিমেইল অ্যাকাউন্ট রয়েছে বর্তমান যুগে। এর মাধ্যমে গুগল ড্রাইভ, গুগল প্লাস ইত্যাদি ব্যবহার ছাড়াও জিমেইল ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।কিন্তু অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে গুগল অ্যাকাউন্ট ডিলিট করার। এর কিছু কারণ দীর্ঘদিনের পুরোনো অ্যাকাউন্ট আবার কিছুক্ষেত্রে গুগল অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন দেখা দেয় হ্যাকিং এর কারণেও।তখন চরমে বিপাকে পড়তে হয় জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করার প্রক্রিয়া জানা না থাকার কারণে।
গুগল অ্যাকাউন্ট ডিলিট করার প্রক্রিয়া : শুরুতে সাইটটি ওপেন করে নিতে হবে https://myaccount.google.com ঠিকানায় প্রবেশ করে । পরে “Data & personalization”-এ ক্লিক করুন। এবার নিচের দিকে ততক্ষণ পর্যন্ত স্ক্রোল করুন যতক্ষণ না আপনি দেখতে পাচ্ছেন “Download, delete, or make a plan for your data” অপশনটি । অপশন খুঁজে পাওয়ার পর “Delete a service or your account”-এ ক্লিক করুন। পরে “Delete your Google Account”-এ ক্লিক করলে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে এবং তারপর আপনি নিশ্চিতভাবেই আপনার Google Account ডিলিট করে দিতে সক্ষম হবেন।