তাপস পালের শেষকৃত্য সম্পন্ন হল রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চির বিদায় নিলেন বাংলা ছায়াছবির জনপ্রিয় অভিনেতা তাপস পাল। আজ সকালে তার মরদেহ প্রথমে টেকনিশিয়ান স্টুডিয়োতে নিয়ে যাওয়া হয় গল্ফগ্রিনের বাড়ি থেকে। তারপর তাপস পালের মরদেহ শায়িত রাখা হয় রবীন্দ্রসদনে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন তৃণমূল নেতা। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের সমস্ত কলা-কুশলীরা। এরপর সেখান থেকে তার দেহ নিয়ে যাওয়া কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয় রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে।গতকাল রাত প্রায় ৯ টা নাগাদ তাপস পালের কফিনবন্দি দেহ মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানে ছিলেন তাঁর স্ত্রী নন্দিনী পাল। মন্ত্রী অরূপ বিশ্বাসও বিমানবন্দরে এসেছিলেন তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো একবার দেখতে কলকাতা বিমানবন্দরের বাইরেও ভিড় জমেছিল অনুরাগীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *