তারকা থেকে শাসক দলের মন্ত্রীরা পথে নামলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে ! সামিল হল “প্রতিশ্রুতি ফাউন্ডেশন”
বেস্ট কলকাতা নিউজ : রবিবার ২৬ জুন সিআইডি ভবানিভবনের উদ্যোগে পার্ক স্ট্রিট থেকে একটি র্যালি বের হয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে। এই র্যালিতে “প্রতিশ্রুতি ফাউন্ডেশন” এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা অংশগ্রহণ করে।এছাড়াও এই র্যালিতে অংশগ্রহণ করে কলকাতার নগর পাল, সাংসদ তথা অভিনেতা দেব , বিধায়ক জুন মালিয়া, অভিনেত্রী তথা তৃণমূল রাজ্য নেত্রী সায়ন্তিকা, অভিনেত্রী কৌশানী মুখার্জি ও রাজ্যের ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারি।
এই দিনটি পালন করার প্রধান উদ্দেশ্যই হল মূলত মাদক সেবন ও পাচারের মারাত্মক দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এবং প্রতিরোধের ব্যবস্থা করা।২৬ জুন দিনটিকে আন্তর্জাতিক মাদক সেবন এবং পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে মূলত রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মতে মাদক সেবন রুখলে স্বাস্থ্য এবং ন্যায়, দুইয়েরই পক্ষ নেওয়া হয়।এদিন “প্রতিশ্রুতি ফাউন্ডেশন”-এর সভাপতি সুমন দত্ত বলেন, সমাজকে সম্পূর্ণভাবে মাদকের প্রভাব থেকে মুক্ত করতে হলে আমাদের প্রথম কাজ হবে উঠতি প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে বোঝানো। তাই আমাদের এই বিশেষ কর্মসূচী।