এবার ক্যানসার সহ ৭০টি রোগের চিকিৎসা হবে স্বাস্থ্যসাথী কার্ডেই , নতুন উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়র

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবসের উপহার দিলেন রাজ্যবাসীকে। এবার ক্যানসার সহ মোট ৭০টি রোগের চিকিৎসা মিলবে স্বাস্থ্যসাথী কার্ডেই ।অনেক সময় দেখা যায় অনেকে জানেনই না যে তিনি ভুগছেন মারণ ক্যানসারে । ব্যাথার চিকিৎসা করাতে এসে জানা গেল, তিনি ক্যানসারে আক্রান্ত। সেই সময়ে কাছে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড থাকা মানে নিশ্চিন্তে চিকিৎসার খরচ চালানো।

এদিকে অঙ্কোলজিস্ট ও ব্যাথা নিরাময়কারী চিকিৎসকরা উচ্ছ্বসিতস্বাস্থ্যসাথী প্রকল্পে ক্যানসারকে যুক্ত করায় । তারা মনে করছেন, ক্যানসার আক্রান্তরা সবচেয়ে বেশি উপকৃত হবেন এই সিদ্ধান্তের ফলে। অনেক গরিব মানুষ টাকার অভাবে এতদিন যথাযথ চিকিৎসা করাতে পারতেন না ক্যানসারে আক্রান্ত হলেও।

এমনিতেই ক্যানসারের চিকিৎসা বেশ ব‌্যয়বহুল। সঙ্গে থাকে ভয়াবহ যন্ত্রণা। সেই যন্ত্রণা কমানোর জন্য গরিব ও মদ্দ্যবিত্ত মানুষকে করতে হয় অতিরিক্ত খরচও । চিকিৎসকদের অভিমত, ব‌্যথায় ভোগা নাগরিকদের প্রায় ৪৫ শতাংশই কোনও না কোনও ক্যানসারে আক্রান্ত।

স্বাস্থ্য দফতরের শীর্ষকর্তাদের বক্তব্য , এখনও দেশের এই ব‌্যবস্থা করেনি কোনও রাজ্য সরকার। পথ দেখাল একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়র সরকার। এখন থেকে যেসব চিকিৎসার সুযোগ মিলবে স্বাস্থ‌্যসাথী প্রকল্পে তারমধ্যে থাকছে রেডিওফ্রিকোয়েন্সি, অ‌্যাবোলেশন, রেডিওফ্রিকোয়েন্সি অ‌্যাবোলেশন ফর ফ‌্যাসেট জয়েন্টস, ইউএসজি গাইডেড পেরিফেরাল নার্ভ ব্লক-সহ অসংখ‌্য জরুরি চিকিৎসা পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *