মালবাজারে বিঘার পর বিঘা ধানজমি নষ্ট ক্রমাগত হাতির তাণ্ডবে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের হাতির হামলা। নষ্ট হল এমনকি বিঘার পর বিঘা ধানজমি। হতাশ হয়ে পড়লেন কৃষকেরা। একদল হাতি ভয়াবহ তাণ্ডব চালাল মালবাজার মহকুমা নাগরাকাটা ব্লকের লুকসান চা বাগান সন্নিহিত ছাগু লাইনে। জানা গিয়েছে হাতির হামলায় সেখানে ধানক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে খাবারের খোঁজে ডায়না জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল হাতির বিশাল এক দল। এই দলে ছিল শাবক-সহ ৪৫টি হাতি। বেরিয়েই তারা জোর তাণ্ডব শুরু করে । হাতির তাণ্ডবে বেশ কয়েক বিঘা জমির ধান নষ্ট হয়ে যায় চোখের সামনে। স্থানীয় কৃষকেরা হতাশায় ও অনিশ্চয়তায় ডুবে যান যা দেখে। কৃষকদের আরও বক্তব্য, ধান এবার খুবই ভাল হয়েছিল। ধান কাটাও আরম্ভ হত হয়তো কিছুদিনের মধ্যে। কিন্তু সব শেষ হয়ে গেল তার আগেই। এই ধানে চলে যায় তাঁদের সারা বছরের চালের খরচা। এখন কী করে চলবে? হাতি শুধু নষ্ট করেনি ধান বা সুপারি ক্ষেতই, হামলা চালিয়েছে স্থানীয়দের ঘরেও।

তবে বন দপ্তর সূত্রে জানা যায়, হাতির পাল আবার ডায়না জঙ্গলেই ফিরে যায় লুকসান চা বাগান থেকে বেরিয়ে ৩১ সি জাতীয় সড়ক পেরিয়ে ভোরের দিকে। অন্য দিকে, সাতসকালে জঙ্গলের পাশে দেখা মিলল একটি হাতির। সকালে মেটেলি ব্লকের লাটাগুড়ি বনাঞ্চল সংলগ্ন ছাওয়াফেলি বনবস্তি এলাকায় হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে আসে। সেই সময়ে পর্যটকেরা হাতি দেখতে পেয়ে খুশি। যদিও হাতিটি জঙ্গলে ঢুকে যায় কিছুক্ষণ পরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *