দুর্দান্ত ‘‘মাস্টারপ্ল্যান’ ,২৪-এ বিজেপিকে নির্মূল করতে , বিকেলে অভিষেককে সঙ্গে নিয়েই বেঙ্গালুরু উড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়
বেস্ট কলকাতা নিউজ : পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। আগামী বছরের লোকসভা ভোটে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে মুখিয়ে আছে বিরোধীরা। বিরোধী শক্তির সলতে পাকানোর কাজটা পুরোদমে শুরু হয়ে গিয়েছে। জুনে পাটনার পর জুলাইয়ে বেঙ্গালুরুতে ফের এক দফায় বৈঠকে অবিজেপি দলগুলি। মোদী-শাহদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে বিরোধী জোটের সলতেটা পাকিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই। সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই বেঙ্গালুরু উড়ে যাবেন মমতা।
এর আগে জুন মাসে পাটনার মহাবৈঠকে বসেছিল অবিজেপি শক্তিগুলি। সেই বৈঠকে বিজেপি বিরোধী ১৬ দল হাজির ছিল। তবে আগামিকাল বেঙ্গালুরুতে যে বৈঠক হতে যাচ্ছে সেখানে বিজেপি বিরোধী ২৪ টি দল হাজির থাকবে বলে সূত্রের খবর। কীভাবে, কোন পথে সামনের কয়েক মাস বিজেপির বিরুদ্ধে প্রচার চালানো হবে সেব্যাপারে রণকৌশল নির্ধারিত হবে আগামিকালের বৈঠকে।
জানা গিয়েছে, মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠকে সদ্য এনডিএ ছেড়ে যাওয়া কয়েকটি দলও হাজির থাকবে। স্বাভাবিকভাবেই এই বিষয়টি বাড়তি অক্সিজেন জোগাচ্ছে জোটের নেতাদের। অন্যদিকে, গত জুনের বৈঠকে আপ নেতৃত্ব হাজির থাকলেও কংগ্রেসের সঙ্গে মতানৈক্যের জেরে বেঙ্গালুরুর বৈঠকে তাঁরা থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে।
যদিও জানা গিয়েছে, এব্যাপারে হস্তক্ষেপ করেছিলেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ কেজরিওয়ালদের সঙ্গে কথা বলেছিলেন তিনি নিজে। এখনও পর্যন্ত জানা গিয়েছে আগামিকালের বৈঠকে কেজিরিওয়ালরাও হাজির থাকছেন।