‘দুয়ারে সরকার’ ক্যাম্প ফের বসছে ফেব্রুয়ারিতে , জেনে নিন দিনক্ষণ
বেস্ট কলকাতা নিউজ : দুয়ারে সরকার প্রকল্পের তারিখ মূলত পিছিয়ে দেওয়া হয়েছিল করোনা সংক্রমণের কথা মাথায় রেখে । এবার নতুন করে রাজ্য সরকার ঘোষণা করল দুয়ারে সরকার-এর দিনক্ষণ। ফেরুয়ারি মাসে রাজ্য সরকারের দুটি প্রকল্প ফের চালু হচ্ছে। একটি হল ‘পাড়ায় সমাধান’ এবং অন্যটি হল ‘দুয়ারে সরকার। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্য সরকার ওই দুই প্রকল্প পিছিয়ে দেয়। এবার করোনা সংক্রমণ ধীরে ধীরে কমছে এ রাজ্যে । গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৪৯৪ জন। ফলে এবার ফের রাজ্য সরকার ঘোষণা করল ওই দুই প্রকল্প চালু করার কথা ।
এদিকে নবান্ন সূত্রে খবর, ১ ফেব্রুয়ারি থেকে চালু হবে ‘পাড়ায় সমাধান’ প্রকল্প। চলবে ১৫ মার্চ পর্যন্ত। অন্যদিকে, ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হবে ‘দুয়ারে সরকার’ প্রকল্প । টানা একমাস যা চলবে। যে কোনও ধরেন স্থানীয় সমস্যা সামাধানের রাস্তা মিলবে ‘পাড়ায় সমাধান’ থেকে। অন্যদিকে ‘দুয়ারে সরকার’-এ সহজ সমাধান হবে রেশনকার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, জমিজমা সংক্রান্ত বিষয় থেকে শুরু করে অন্য বহু সরকারি কাজেরও । এক্ষেত্রে সরকারের অধিকাংশ দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন ‘দুয়ারে সরকার’ শিবিরে।