দেশের সবচেয়ে উঁচুতে রয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, যা পরিচিত মূলত দার্জিলিং চিড়িয়াখানা বলেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : দেশের সবচেয়ে উঁচুতে রয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক । যা কিনা দার্জিলিং চিড়িয়াখানা বলে বেশি পরিচিত । প্রায় ৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই পার্ক দার্জিলিঙের আরও এক আকর্ষণ । সবের মাঝে দেশের সেরা চিড়িয়াখানার স্বীকৃতি পেল এবার দার্জিলিং চিড়িয়াখানা । ভারতের সেন্ট্রাল জু অথরিটি সব দিক দিয়ে বিচার করে ভারতবর্ষের মধ্যে দার্জিলিং চিড়িয়াখানাকে সেরার স্বীকৃতি দিলো । আর এতেই খুশির হাওয়া চিড়িয়াখানার কর্মীদের ।বর্তমানে এই চিড়িয়াখানায় ৫০০ এর বেশি প্রজাতির বন্য প্রাণী আছে । একমাত্র এই চিড়িয়াখানা যার মধ্যে স্নো লেপার্ডস , রেড পান্ডা সহ বিভিন্ন প্রায় হারিয়ে যাওয়া প্রাণী রয়েছে । পাশাপাশি সংরক্ষন এবং প্রজননের জন্য দার্জিলিং চিড়িয়াখানা আন্তর্জাতিক স্তরে ও স্বীকৃতি পেয়েছে । ১৯৫৮ সালে এটি প্রতিষ্ঠিত হয় । স্বীকৃতি স্বরূপ ২০১৪ সালে দার্জিলিং চিড়িয়াখানা স্কটল্যান্ড আর্থ হিরোস অ্যাওয়ার্ডস | এর আগেও দার্জিলিং এর চিড়িয়াখানা 1958সালে এই পুরষ্কার পেয়েছিল। এই নিয়ে দ্বিতীয়বার এই পুরষ্কার পাওয়ায় পাহাড়ের স্থানীয় মানুষ প্রচণ্ডভাবে খুশী। দার্জিলিং এর পাহাড়ের মানুষ জানিয়েছেন পর পর দুবার শিরোপা পাওয়ায় তারা এই বছরের ডিসেম্বর মাসে একটা আলাদাকরে অনুষ্ঠানের আয়োজন করবেন যেখানে পশ্চিমবঙ্গের সব ধরনের মানুষকেই আমন্ত্রন জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *