নগদ-মদ-মাদক সহ কমিশনের বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য দাঁড়ালো ২ ৪৮.৯ কোটি টাকা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কমিশন রোজই নগদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করছে নির্বাচনী আবহে৷ এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা নগদ ও অন্য সামগ্রীর মূল্য দাঁড়িয়েছে ২ ৪৮.৯ কোটি টাকা৷গতকাল এমনটাই জানাল নির্বাচন কমিশন

এই ব্যাপারে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, “এখনও অবধি বাজেয়াপ্ত করা হয়েছে ২৪৮ .৯ কোটি টাকা মূল্যের সম্পত্তি৷ এর মধ্যে নগদ টাকার পরিমাণ ৩৭ .৭২ কোটি টাক। এছাড়াও রয়েছে ৯.৫ কোটি টাকা মূল্যের মদ এবং ১১৪ .৪৪ কোটি টাকা মূল্যের মাদক ও অন্য সামগ্রীও৷”

ইতিমধ্যে রাজ্যে প্রথম দফার ভোট পর্ব মিটেছে৷গত শনিবার পাঁচ জেলার ৩০ টি বিধানসভায় ভোট পড়েছে ৭৯ .৭৯ শতাংশ ৷ সেদিন ইভিএম-এ ভাগ্য নির্ধারণ হয়েছে ১৯১ জন প্রার্থীর৷ যাদের মধ্যে মহিলা প্রার্থী ২১ জন৷ আগামী ২৯ এপ্রিল বাকি সাত দফার ভোটপর্ব মিটবে৷ ২ মে জানা যাবে নির্বাচনের ফলাফল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *