নামখানা গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত ভাসুর-সহ ২ জন গ্রেফতার হল ২৪ ঘণ্টার মধ্যেই
বেস্ট কলকাতা নিউজ : কাকদ্বীপে বছর চল্লিশের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে হাঁসখালি, রায়গঞ্জের পর। এমনকি অভিযোগ ওঠে তাঁকে অ্যাসিড ছু়ড়ে পুড়িয়ে দেওয়ারও। এই ঘটনার জেরে নামখানার পাতিবুনিয়া একরকম থমথমে মঙ্গলবার সকাল থেকেই । শনিবার ভোরে চরম পাশবিক অত্যাচারের অভিযোগ ওঠে এক গৃহবধূর উপর।গৃহবধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নামখানা থানার পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে অভিযুক্ত ২ জনকে।
নামখানা গণধর্ষণ কাণ্ডে ধৃত দুজনকে পেশ করা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে। ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে নির্যাতিতার ভাসুর অমল খাটুয়া ও তার বেয়াই কার্তিক মাইতিকে। পুলিশ গণধর্ষণ ও খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে এমনকি ধৃতদের বিরুদ্ধে । অন্যদিকে আজ নির্যাতিতার সঙ্গে কথা বলতে বিজেপির রাজ্য মহিলা সভানেত্রী তনুজা চক্রবর্তীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধিদল কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে যান।
এদিকে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএমের মহিলা সমিতিও হাসপাতালে এসে দেখা করে কথা বলেন নির্যাতিতার সঙ্গে । সিপিএম এর মহিলা সংগঠনের তরফে নামখানায় পথ অবরোধ করা হয় ধর্ষণের প্রতিবাদে।