নিউইয়র্কের থেকেও দ্বিগুণ মুম্বইয়ের পেট্রোলের মূল্য ! নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সাধারণ মানুষের মাথায় হাত দেশ জুড়ে লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে। পেট্রোল ডিজেলের দাম ১০০ ছাড়িয়েছে এমনকি একাধিক জায়গাতেও। কোথাও আবার সেঞ্চুরির একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে জ্বালানির মূল্য। মুম্বইতে এখন পেট্রোল কিনতে যা টাকা লাগছে তা নিউইয়র্কের প্রায় দ্বিগুণ হিসেব মতো। পরিসংখ্যান আরও বলছে, গত তিন বছরে জ্বালানির দাম ২৫ শতাংশ বেড়ে গিয়েছে বাণিজ্যনগরীতে। একইসঙ্গে ডিজেলের দামও বেড়েছে পাল্লা দিয়ে। তা আগের চেয়ে তিন গুণ বেশি হয়ে গেছে গত কয়েক বছরে। দামের এই গ্রাফ কেবলই ঊর্ধ্বমুখী। কিছুতেই তা কমছে না। এদিকে বিরোধীরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে পেট্রোল ডিজেলের এই লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে। ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগা হয়েছে।কিন্তু তাতেও কমেনি জ্বালানির দাম।

মুম্বইয়ের মতো শোচনীয় অবস্থা এমনকি দিল্লিতেও। জ্বালানির দাম প্রায় ২০ শতাংশ বেড়ে গেছে দেশের রাজধানীতে। পাহাড় প্রমাণ করের বোঝাও চেপেছে তার উপর।নয়াদিল্লিতে হু হু করে বেড়েছে ডিজেলের দাম। মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। অতিমারী আবহে পেট্রোল ডিজেলের দাম এতটাই বেড়ে গিয়েছে যে মানুষ সাধের গাড়ি বিক্রি করে দেওয়ার কথাও ভাবছেন। তা সে চার চাকাই হোক কিংবা দু-চাকা।পকেটে ছ্যাঁকা লাগছে গাড়ির জ্বালানি জোগাড় করতেই , এমনটাই দাবি গাড়ি চালকদের। ‘গাড়ি চালানো এখন বিলাসিতা’, বলছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *