নিম্নচাপ ক্রমশ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে, বৃষ্টি দাপট দেখাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে
বেস্ট কলকাতা নিউজ : ফের ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হচ্ছে ইয়াসের পরে। কিন্তু এই নিম্নচাপ ঘূর্ণাবর্তে বদলাবে কিনা তার আভাস এখনও পর্যন্ত মেলেনি। তবে এই নিম্নচাপ ঘনীভূত হবে আগামী ৪৮ ঘণ্টায়। এর জেরে আলিপুর আবহাওয়া দফতর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। মুষলধারে এমনকি বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও। আলিপুর হাওয়া অফিস আরও জানাচ্ছে, বৃহস্পতিবার ও শুক্রবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণের জেলাগুলিতে।
এদিকে আগামী দু’দিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতেও। তবে উপকূলের জেলাগুলি ভাসতে পারে নিম্নচাপ ঘনীভূত হলে। আগামী সপ্তাহ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ সকাল থেকেই মেঘলা ছিল কলকাতার আকাশ। জানা গেছে মাঝে মাঝে রোদের ঝিলিক দিয়ে গেলেও আজ দিনভরই আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই। সেই সঙ্গেই থাকবে ভ্যাপসা গরমও। শহরবাসী গরম থেকে এখনই রেহাই পাবেন না ঝিরঝিরে বৃষ্টি হলেও