নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির বি টিম হিসাবে, এমটাই জানালেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির বি টিম হিসাবে। শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ড অফিসে এসে এমনটাই অভিযোগ করলেন দার্জিলিং জেলার বি এল এ ওয়ান পাপিয়া ঘোষ। এদিন তিনি জানান যেখানে ৪ তারিখ পর্যন্ত শেষ ছিল আবেদনপত্র জমা দেওয়ার সেখানে হঠাৎ করে দশ দিন কেন এগিয়ে দেওয়া হল? বিএলওদের মৃত্যুকে দুঃখজনক আখ্যা দিয়ে পাপিয়া ঘোষ এদিন এও জানান এত চাপ ওরা নিতে পারছিল না। যেখানে কাজটা দু বছরের সেখানে কিভাবে এত তাড়াতাড়ি কাজ শেষ করার তাড়াহুড়ো লেগে গেল। এর পিছনে কোন অসৎ উদ্দেশ্য নিশ্চয়ই আছে।

পাপিয়া ঘোষ এদিন আরও জানান বহু মানুষ বাইরে আছেন, চাকরি সূত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে বহু মানুষ চিকিৎসা করাতে বাইরে গেছেন। তাছাড়া এটা বিয়ের মরশুম, সবার পক্ষে তাড়াহুড়ো করে কিভাবে এই আবেদনপত্র জমা দেওয়া সম্ভব? তৃণমূল কংগ্রেস কর্মীদের যারা এস আই আর এর কাজ করছেন তাদের ধন্যবাদ দিয়ে পাপিয়া ঘোষ এদিন জানান সবাই মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করে চলেছে। কারো যাতে ভোটার লিস্ট থেকে নাম না বাদ দেয় সেটা তৃণমূল কংগ্রেস দেখবে। প্রতি বুথ থেকে ১০০ জন ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি, পাপিয়া ঘোষ এও জানান এইভাবে ওরা বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। এইসব চক্রান্ত কোনোভাবেই ধোপে টিকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *