নিয়মবিধি লাটে উঠল কলকাতা মেডিক্যালে, নার্স করোনা রোগী নিয়ে ঘুরছেন PPE কিট না পরিয়েই !

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শরীরে ছোঁয়াচে করোনা ভাইরাস বাসা বেঁধেছে। কোভিড ওয়ার্ড থেকে এমন রোগীকে অন্যত্র সরাতে হলে নিয়ম মাস্ক, পিপিই কিট পরিয়ে নিয়ে যাওয়াই। কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজে চোখে পরল সেই নিয়মের অন্যথাই। সোমবার দেখা গেলো নার্স করোনা রোগীকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছেন কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লকের ন’তলা থেকে। সেই করোনা রোগীর মাস্ক খুলে পরেছে নাক থেকে । পরনে নেই এমনকি পিপিই (PPE) কিটও। এমন রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ রোগীদের পাশ দিয়েই। এই ব্যক্তি যে করোনা রোগী, তা জানতেনও না এমনকি অন্যান্য রোগীর আত্মীয়রা!

তীব্র আতঙ্ক ছড়িয়ে পরে এই ঘটনা জানাজানি হতেই। চিকিত্‍সকরা যেখানে বারবার বলছেন করোনা রোগীর সংস্পর্শে আসা মারাত্মক ঝুঁকিপূর্ণ পিপিই কিট ছাড়া , সেখানে কীভাবে একজন করোনা রোগীকে পিপিই কিট না পরিয়ে নিয়ে আসা হচ্ছে সাধারণ রোগীদের পাশ দিয়ে? এনিয়ে অন্যান্য রোগীর পরিবার প্রশ্ন তুলেছেন। ঘটনাচক্রে অধ্যক্ষা মঞ্জু বন্দ্যোপাধ্যায় হাসপাতাল পরিদর্শনে বেরিয়েছিলেন ঠিক এই সময়েই। বিষয়টি জানাজানি হতে তিনি বলেন, এটা ঠিক নয়।একদম উচিত্‍ হয়নি রোগীদের পিপিই কিট না পরিয়ে কোভিড ওয়ার্ড থেকে বের করা। আরো প্রশ্ন উঠছে, রোগীদের কেন নিয়ে যেতে হচ্ছে সুপার স্পেশ্যালিটি ব্লক থেকে প্রায় ৩০০ মিটার দূরে। কেন গত একবছরের মধ্যেও করোনা রোগীদের জন্য নিকটবর্তী কোনও সিটি স্ক্যান সেন্টার তৈরি করা গেল না? প্রশ্ন উঠেছে এমনকি সে নিয়েও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *