নিয়োগ হোক স্বচ্ছতা মেনেই! অবশেষে চাকরিপ্রার্থীরা বিক্ষোভে সামিল হল খাদ্য ভবনের সামনে
বেস্ট কলকাতা নিউজ : নিয়োগ করা হোক স্বচ্ছতা মেনে , খাদ্য ভবনের সামনে আবারও বিক্ষোভ শুরু হল সেই দাবিতেই। একদিকে যেখানে বারবারই সামনে আসছে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের ক্ষোভ বিক্ষোভ। তারই মধ্যে এবার চাকরি প্রার্থীরা বিক্ষোভে সামিল হল খাদ্য ভবনের সামনে।
প্রসঙ্গত, মেধা তালিকা মেনে নিয়োগ করা হয়নি এর আগেও, চাকরি প্রার্থীরা এমনটাই অভিযোগ তুলেছিলেন। ব্যাপক দুর্নীতি হয়েছে নিয়োগ পক্রিয়ায় , এই অভিযোগ নিয়ে আগেও চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান খাদ্য ভবনের সামনে। তাদের আরও অভিযোগ ছিল যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল খাদ্য ভবনে নানান পদে নিয়োগের জন্য,নিয়োগ করা হয়নি সেই মেধা তালিকা মেনে। তাদের এও অভিযোগ ছিল নানান পদ মিলিয়ে মোট ৯৫৭টি শূন্যপদ থাকলেও মাত্র ১০০ জনকে নিয়োগ করা হয়।
অন্যদিকে এরপরই খাদ্য ভবনের তরফে জানানো হয় যে, জমায়েত করার প্রয়োজন নেই মহামারি পরিস্থিতিতে। সরকার নিয়োগ নিয়ে সক্রিয় হবে পরিস্থিতি স্বাভাবিক হলেই। কিন্তু আবারও স্বচ্ছতা মেনে নিয়োগ করা হোক চাকরিপ্রার্থীরা বিক্ষোভ সামিল হলেন সেই দাবিতেই। খাদ্য ভবনের সামনে আজ তারা আবারও বিক্ষোভে সামিল হন।