নীরবে বিদায় নিলেন চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাক, মহানায়কের ৭২টি ছবিতে কাজ করা শিল্পী পেট ভরিয়েছেন ভিক্ষার অন্নে
বেস্ট কলকাতা নিউজ : বৈদ্যনাথ বসাক। নামটা মনে পড়ে? ২০১৮ সালে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল ৯৪ বছরের এই বৃদ্ধ মানুষটিকে নিয়েই। সে ঢেউয়ে সংবাদমাধ্যমও উত্তাল হয়, টালিগঞ্জ ষ্টুডিও পাড়াতেও যার রেশ এসে পড়ে। কারণএই মানুষটি ছিলেন টলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক । বয়সের ভার যাঁকে অনটনের চরম সীমায় ঠেলে দিয়েছিল।এমনকি তাকে শেষ বয়েসে পেট ভরাতে হয়েছিল ভিক্ষার অন্ন। তাঁর কথা সামনে আসার পরেই অভাবী চোখের জল মোছাতে তার পাশে দাঁড়ান সাবিত্রী চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, মাধবী মুখোপাধ্যায়, মমতা শংকর থেকে শুরু করে এযুগের নায়ক দেবও ।
গতকাল সেই চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাক একরকম চলে গেলেন সবার অজান্তেই। ৯৬ বছর বয়সে, স্বর্ণযুগের এই ক্যামেরাম্যানের মৃত্যু হল বার্ধক্যজনিত অসুখে । কিন্তু অনেকেরই মনে প্রশ্ন থেকে গেলো , তাঁর অবদানই বা কী? কেনই বা তিনি চর্চায় এসেছিলেন এত দিন পরে?