নৃত্য গুরু মনি দাঁড়াতে চান দুঃস্থ পরিবারের প্রতিভাবান শিল্পীদের পাশে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গুরুর মুখ তার শিক্ষার্থীদের সাফল্যে উজ্জ্বল হয় । আজকে দেশের বিভিন্ন প্রান্তে বহু সাফল্য অর্জন করেছে তার বহু ছাত্র ছাত্রী। নিজের প্রচেষ্টায় বিনা পারিশ্রমিকে আজকে প্রতিষ্ঠিত করেছেন অনেক দুঃস্থ ছেলে মেয়েকেও। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার মনসা বাড়ি অঞ্চলের এই সফল নৃত্য গুরুর নাম অর্জুন সাহা। ছোটো বেলা থেকেই তার জীবনে বেড়ে ওঠা লড়াই সংগ্রাম করে। আর এই লড়াইয়ের তার মা একমাত্র প্রেরণা। ছোটো বেলাতেই পথ দূর্ঘটনায় শয্যাশায়ী বাবা অজয় সাহা (বাপি সাহা) , তখন তার বয়স মাত্র ১০ বছর । সেই থেকে মা রেবা দেবীর লড়াই শুরু হয় একমাত্র ছেলেকে নিয়ে। মায়ের ইচ্ছাতেই নাচ শেখা। রেবা দেবীর স্বপ্ন ছিল ছেলে একদিন হবে অনেক বড় নৃত্য শিল্পী। আজকে অর্জুন বহু পুরস্কারে সন্মানিত হয়েছেন দেশের বিভিন্ন রাজ্য থেকে । আজ তিনি নৃত্য গুরু। ছাত্র ছাত্রীদের প্রতি যেমন কড়া আবার তেমনই অমায়িকও বটে।

সফল ছাত্র ছাত্রীদের মধ্যে ১০ বছরের হিরণ চক্রবর্তী ডক্টরেট পেয়েছে সাম্প্রতিক নৃত্যের উপর , এছাড়া চয়ন পাল, প্রশান্ত মন্ডল সহ আরো অনেকেই বহু সন্মানে সন্মানিত হয়েছে রাজ্য এবং জাতীয় স্তরে । সাম্প্রতিক ওড়িশায় কটক মহোৎসবে আন্তর্জাতিক গুরু মনি সন্মান দিয়ে সন্মানিত করাহয় এই রকম এক সফল গুরুকেই। মায়ের ইচছা পূরণ করায় তাইতো তার মা আশীর্বাদ করে বলেন তার এই ছেলে জীবনে আরো অনেক সাফল্য অর্জন করবে। অর্জুন শুধু মাত্র শিল্পী নন একজন ভালো মনের মানুষ ও বটে। অনেকের প্রতিভা আছে কিন্তু আর্থিক সমস্যার জন্য নাচ শিখতে পারে না, তাদের পাশে দাড়াতে চান, রেল স্টেশন থেকে ভবঘুরের মতো ঘুরতে থাকা একটি ছেলেকে এনে সফল শিল্পী বানিয়েছেন। তিনি বলেন তার আগামী দিনের স্বপ্ন দুঃস্থ পরিবারের প্রতিভাবান শিল্পী দের নিয়ে একটা গ্রুপ তৈরি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *