পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হল আজ ভোর থেকে
বেস্ট কলকাতা নিউজ : বাংলাদেশ প্রশাসন পদ্মা সেতুতে যানবাহন চলাচল করার জন্য উন্মুক্ত করে দিয়েছে গতকাল রবিবার ভোর থেকেই। এরপরেই সকাল থেকেই এই সেতু ছিল মূলত বাইকারদের দখলেই। এরফলেই টোলপ্লাজায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যার জেরে বড় বড় যানবাহনের চলাচলে তৈরি হয় চরম নাজেহাল অবস্থা। এরপরেই যানজট এড়াতে আজ সোমবার ভোর ৬টা থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মোটরসাইকেল চলাচলের ওপর।
রবিবার এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণী থেকে। উল্লেখ্য ,শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ভোর ৬টা থেকে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রবিবার সারাদিন পদ্মা সেতু দিয়ে চলাচল করে হাজারো মোটরসাইকেল।সেতুর টোল প্লাজার আগেই দীর্ঘ যানজট সৃষ্টি হয় অতিরিক্ত মোটরসাইকেলের চাপে।