পাকিস্তানের খাইবার পাখতুন এলাকা ক্রমশ জ্বলছে ভয়ঙ্কর দাবানলে
বেস্ট কলকাতা নিউজ : তীব্র আকার ধারণ করেছে পাকিস্তানে শুরু হওয়া দাবানল। এছাড়াও আগুন ছড়িয়ে পড়েছে দেশটির খাইবার পাখতুনের সোয়াত জেলার বিভিন্ন স্থানে। এমনকি এ তথ্য নিশ্চিত করেছে উদ্ধার কার্যে নিয়োজিত দলও।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম পাকিস্তান টুডের প্রতিবেদনে এও বলা হয়, নতুন করে দাবানল ছড়িয়েছে মারঘুজারের পাহাড়ি এলাকায়। এরই মধ্যে ব্যর্থ হয়েছে সেখানের অগুন নেভানোর প্রচেষ্টা। এতে আগুন ছড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে আশপাশের বসতি এলাকায় ।সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোয়াতের মাট্টা শহরের কালা কোট বনাঞ্চলে। এখনও সেখানে চেষ্টা চলছে আগুন নিয়ন্ত্রণে আনার।
আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে দেশের বেশ কিছু বাহিনী, উদ্ধারকারী সেবা ও বেসরকারি প্রতিরক্ষা কর্মকর্তারা। এর আগে অর্থাৎ গত সপ্তাহে এক পরিবারের চার সদস্য নিহত ও অপর একজন আহত হন শাংলায় তহসিল চাকেসারের একটি পাহাড়ে অবস্থিত আলী জান কাপরাই গ্রামে আগুন নেভাতে গিয়ে। তাছাড়া অন্য একজন আগুনে পুড়ে গুরুতর আহত হন।