প্রধানমন্ত্রীর সভা পুরুলিয়ায় , মুখ্যমন্ত্রীর পর পর তিনটি সভা মেদিনীপুরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই ভোটের লড়াই শুরু হয়েছে সমগ্র রাজ্য জুড়ে। সিংহাসন ধরে রাখতে একদিকে যেমন মরিয়া এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবার গেরুয়া শিবিরও এক রকম মরিয়া রাজ্যে পদ্ম ফোটাতে। এহেন পরিস্থিতিতে যখন নির্বাচন দোরগোড়ায় তখন বিজেপি-তৃণমূল যুযুধান উভয় পক্ষই ভোট যুদ্ধে ঝাঁপাচ্ছে তাদের সর্বশক্তি দিয়েই।

বৃহস্পতিবার একপ্রকার সরগরম জঙ্গলমহল এর পরিস্থিতি, একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা পুরুলিয়ায়। তখনই মেদিনীপুরে ইতিমধ্যেই পর পর তিনটি সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের তিনটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ইতিমধ্যেই সামিল হয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। খড়গপুর গ্রামীণ ও কেশিয়ারি বিধানসভা এবং গড়বেতা সভায় হাজির মুখ্যমন্ত্রী।

এবারে জঙ্গলমহল উদ্ধার একটা বড় ইস্যু এ রাজ্যের শাসক শিবিরের কাছে। মূলত , গত বিধানসভা নির্বাচনে মধ্যে তৃণমূল ১৩ টি আসন পেয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলায় ১৫ টি আসনের মধ্যে। কিন্তু শেষ লোকসভা নির্বাচনে ঘাসফুল শিবির ধরে রাখতে পারেনি নিজেদের সেই গড়। বিজেপি সেখানে দাপট দেখিয়েছে গত লোকসভা নির্বাচনে। ফলে জঙ্গলমহলে হৃতগৌরব পুনরুদ্ধার করাই তৃণমূলের বড় চ্যালেঞ্জ এবারের বিধানসভা নির্বাচনে।

অন্যদিকে আবার বিজেপিও চাইছে তৃণমূল যেন কোনও ভাবেই দাঁত না ফোটাতে পারে জঙ্গলমহলে। তারাও মরিয়া লোকসভা ভোটের ফলাফলই বিধানসভায় প্রতিফলিত করতে । আর আজ সকাল ১১ টায় সেই জঙ্গলমহলের পুরুলিয়ায় হাজির হয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপি বিধানসভা নির্বাচনের ময়দানে নেমেছে তাদের সর্বশক্তি প্রয়োগ করে। আর এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সভা করছেন পুরুলিয়ার ভাঙড়ের নবকুঞ্জ মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *