প্রবীণ শিক্ষিকাকে ২৫ বছরের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ, যুদ্ধ শেষ দীর্ঘ ৩৬ বছরের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শেষ হল ৮৬ বছর বয়সি প্রাক্তন শিক্ষিকা শ্যামলী ঘোষের দীর্ঘ ৩৬ বছরের আইনি যুদ্ধ । বকেয়া ছিল তাঁর শিক্ষিকা জীবনের ২৫ বছরের বেতন। হাওড়ার শ্যামপুর হাইস্কুলের শিক্ষিকা শ্যামলী তা নিয়ে মামলা করেন । কিছুদিন আগে ওই বৃদ্ধা হাইকোর্টে এসেছিলেন অশক্ত শরীর নিয়েই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শ্যামলী বিষয়টি তুলেছিলেন কাঁদতে কাঁদতে । বিচারপতি তাঁকে আশ্বস্ত করে বলেছিলেন, নিশ্চিন্তে ঘরে ফিরে যান। আদালত যখন আছে, তখন নিশ্চয়ই একটা না একটা সুরাহা হবে।

অবশেষে নিষ্পত্তি হল সেই মামলারই। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেয়, দশ শতাংশ সুদ সমেত ২৫ বছরের বকেয়া বেতন আট সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে স্কুল শিক্ষা দফতরকে । সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে অবিলম্বে শিক্ষা দফতরের কাছে পাঠাতে হবে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র । আদালতের আরও বক্তব্য, নির্দেশ ঠিকঠাক মানা হল কি না, তা হাইকোর্টকে জানাতে হবে ২১ জুনের মধ্যে। আদালতের নির্দেশ শুনে আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি ওই প্রাক্তন শিক্ষিকা। তিনি আদালত ছাড়েন চোখ মুছতে মুছতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *