প্রিন্স হত্যা মামলায় ৩ অপরাধীর আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিলো বারাকপুর মহকুমা আদালত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উত্তর ২৪ পরগনার জগদ্দলের অভিষেক চৌবে ওরফে প্রিন্স হত্যা মামলায় বারাকপুর মহকুমা আদালত সাজা ঘোষণা করল ৷ এদিন সাজা ঘোষণা করেন আদালতের ফাস্ট ট্র্যাক চতুর্থ কোর্টের বিচারক তাপস কুমার মিত্র ৷ শুনানি পর বুধবার তিন মূল অভিযুক্ত মহম্মদ উকিল, জাহিদ হোসেন এবং মহম্মদ সরফরাজের সাজা ঘোষণা করা হয়৷

তিনজনেরই আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বারাকপুর মহকুমা আদালত৷ ২০১৮ সালের জানুয়ারি মাসে অভিষেক চৌবে ওরফে প্রিন্স অপহৃত হয়ে খুন হয় । বারাকপুর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক চতুর্থ কোর্টের বিচারক তাপস কুমার মিত্রের এজলাস এই ঘটনায় এক বছর কার্যকাল মেয়াদের মধ্যেই আদালতের তিন দুষ্কৃতীর সাজা ঘোষনা করল। যদিও বারাকপুর মহকুমা আদালতের এই রায়ে কোনো ভাবে খুশি নন মৃত প্রিন্সের পরিবারের সদস্যরা। তারা প্রত্যেকে তিন কুখ্যাত দুষ্কৃতীর ফাঁসির সাজার আবেদন করেছিলেন আদালতের কাছে৷ কিন্তু দুষ্কৃতীরা কম বয়সী হওয়ায় আদালত তিন জনকেই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন। এছাড়াও প্রত্যেক দুষ্কৃতীকে ৩ লক্ষ ১৫ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছে আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *