ফায়দা তোলার চেষ্টা বন্ধ হোক সেনার নাম ব্যবহার করে , দেড়শো জন বিশিষ্ট নাগরিক চিঠি দিলেন রাষ্ট্রপতিকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রায় দেড়শো জন বিশিষ্ট নাগরিক বৃন্দ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দরবার করলেন যাতে সেনার নাম ব্যবহার করে কেউ ভোটের মধ্যে ফায়দা তুলতে না পারেন। সেনা, নৌসেনা ও বায়ুসেনার প্রধানরাও রয়েছেন এই বিশিষ্টদের মধ্যে। এই আর্জি জানানো হয়েছে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে ।এই চিঠি তে বলা হয়েছে, রাজনৈতিক নেতারা এমন কাজ করছেন যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয় জনগণের কাছে। সেনার কৃতিত্বকে নিজেদের কৃতিত্ব বলে দাবি করছেন তারা । এমনকী সেনাকে মোদীর সেনা বলতেও পিছপা হচ্ছেন না তারা । আবার ভোটের প্রচারে বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দনের ছবিও ব্যবহার করা হয়েছে ।যে অভিযোগের চিঠি পাঠানো হয়েছে তাতে সেনার তিন প্রধান সুনীত ফ্রান্সিস রদরিগেস, শঙ্কর রায়চৌধুরী, দীপক কাপুরের নাম রয়েছে। চারজন প্রাক্তন নৌসেনা প্রধান লক্ষ্মীনারায়ণ রামদাস, বিষ্ণু ভগবত, অরুণ প্রকাশ ও সুরেশ মেহতার নাম রয়েছে এই চিঠি তে । এছাড়া এই চিঠি তে বায়ুসেনার প্রাক্তন প্রধান এনসি সুরীর নাম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *