ফের এক লক্ষ কোটি টাকা আদায় হলো জিএসটি বাবদ
বেস্ট কলকাতা নিউজ : বছরের শুরুতেই কিছুটা হলেও স্বস্তির খবর অর্থ মন্ত্রকের কাছে ৷ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম হলেও ফের এক লক্ষ কোটি টাকা ছাড়াল জিএসটি বাবদ আয়। কেন্দ্র আরো জানিয়েছ, ডিসেম্বরে ১.০৩ লক্ষ কোটি টাকা আয় ছিল জিএসটি বাবদ। প্রায় একই রকম অবস্থা ছিল নভেম্বর মাসেও। অর্থাৎ পরপর দু’মাস ১ লক্ষ কোটির টাকার উপরে রইল কর আদায়-এর পরিমান। অর্থ মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে এমন আয় বেড়েছে, মূলত আগে মেটানো কর ফেরতে (আইটিসি) রাশ টেনেই । আগে পুরোটাই রিফান্ডই দেওয়া হত। কিন্তু এখন পুরো টাকা দেওয়া হচ্ছে না ক্রেতা ও বিক্রেতা— দু’পক্ষের রসিদ না-মিলিয়ে।
প্রসঙ্গত, রাজস্ব সচিব অজয়ভূষণ পাণ্ডে ডিসেম্বরের শুরুতেই কর অফিসারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে জানিয়েছিলেন, চলতি অর্থবর্ষের শেষ চার মাসে, অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত মাসে অন্তত ১.১ লক্ষ কোটি করে আয় হওয়া দরকার জিএসটি বাবদ। তারমধ্যে ১.২৫ লক্ষ কোটি টাকা হওয়া প্রয়োজন একটি মাসেই। তা না হলে পৌঁছন যাবে না পুরো বছরের লক্ষ্যমাত্রার ধারেকাছেও৷ সেদিক থেকে ডিসেম্বর মাসে সেই লক্ষ্যের চেয়ে প্রায় ০.৭ লক্ষ কোটি টাকা কম আয় হয়েছে। রাজস্ব দফতরের এক কর্তার মতে,রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রার ১১৫% হয়েছে চলতি আর্থিক বছরের প্রথম আট মাসে । এ বার জিএসটি থেকে লক্ষ্যমাত্রা তুলনায় কম আয় না-হলে এই ঘাটতির পরিমাণ যে লাফ দিয়ে বাড়বে তা বলাই বাহুল্য৷