ফের নতুন দিগন্ত খুলল বাংলায় চিকিৎসায়! এবার পাওয়ার স্পাইরাল এন্টারোস্কোপি হবে কলকাতাতেই
বেস্ট কলকাতা নিউজ : এবার থেকে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল বিশেষ ধরনের পদ্ধতি অবলম্বন করতে চলেছে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট রোগের পরীক্ষা ও চিকিৎসায়। এন্ডোস্কোপি ও কোলনোস্কপির প্রক্রিয়া এতে শুধু সহজই হবে তা নয়, ক্ষুদ্রান্ত্রের অবস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্যও জানা যাবে সম্পূর্ণ ব্যথামুক্ত পদ্ধতিতে।
পূর্ব ভারতে এই প্রথমবার গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট রোগের পরীক্ষা ও চিকিৎসার জন্য আধুনিক এবং নিরাপদ প্রক্রিয়া- পাওয়ার স্পাইরাল এন্টারোস্কোপি শুরু করবে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের অধ্যাপক মহেশ কুমার গোয়েঙ্কার নেতৃত্বাধীন গ্যাস্ট্রো টিম। এবার থেকে এন্ডোস্কোপি এবং কোলনোস্কোপি সহজেই হবে এই মোটরচালিত এন্ডোস্কোপ প্রক্রিয়ায়। কারণ, এটি প্রবেশ করানো যেতে পারে মুখ ও মলদ্বারের মাধ্যমে। সবচেয়ে নিরাপদ হওয়ার পাশাপাশি এই প্রক্রিয়া সবচেয়ে কার্যকর অন্ত্রের প্যাথলজি পরিচালনা এবং রোগ শনাক্তকরণের ক্ষেত্রেও।