ফ্রান্স থেকে ৫ টি রাফাল যুদ্ধবিমান রওনা হল ভারতের পথে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে ভারতে আসছে চলেছে রাফাল যুদ্ধ বিমান৷ আজ পাঁচটি রাফাল যুদ্ধবিমান ভারতের পথে রওনা দিল ফ্রান্সের ইস্ট্রেস এয়ারবেস থেকে৷ এই যুদ্ধবিমান ভারতীয় সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে বলেই সংশ্লিষ্ট মহল মনে করছে৷ ভারতীয় বায়ুসেনার পাইলটরাই চালিয়ে নিয়ে আসবেন এই রাফালগুলিকে৷ বিমানগুলি জ্বালানি ভরার জন্য দাঁড়াবে আরব আমিরশাহির আল ধাফরা এয়ারবেসে৷ ভারতের আম্বালা বায়ুসেনা স্টেশনে এই পাঁচটি যুদ্ধবিমান এসে পৌঁছবে ২৯ জুলাই অর্থাৎ বুধবার৷
ফ্রান্সের কাছে ভারত কিনছে ৩৬ টি সুপারসনিক ওমনিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট৷ প্রথম দফায় পাঁচটি রাফাল রয়েছে এই ৩৬ টির মধ্যে ৷ এখনও পর্যন্ত ফ্রান্সে রাফাল যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন বায়ুসেনার ১২ জন পাইলট৷ প্রশিক্ষণ পর্বের শেষের দিকে রয়েছেন তাঁদের আরও কয়েকজন৷ ভারত ও ফ্রান্সের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, ফ্রান্সের পাইলটরা রাফাল কমব্যাট জেটের প্রশিক্ষণ দেবেন ৩৬ জন ভারতীয় বায়ুসেনার পাইলটকে৷ বেশিরভাগ ভারতীয় বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে ফ্রান্সেই, ওই পাইলটদের কয়েকজন সেই প্রশিক্ষণটাই বাকিদের শেখাবেন ভারতে এসে৷ ২ জুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফোনে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্রোরেন্স পার্লের সঙ্গে কথা বলেন ৷ তখন ফ্লোরেন্স জানান, তাঁরা নির্ধারিত সময়েই ভারতের হাতে রাফাল স্থানান্তরিত করবেন ফ্রান্সে কোরোনা সংক্রমণ হওয়া সত্ত্বেও৷ ANI সংবাদ সংস্থাকে সরকারি সূত্রে আরও বলা হয়, “হ্যামার ক্ষেপণাস্ত্রের অর্ডার প্রক্রিয়া চলছে ৷ ফ্রান্স কর্তৃপক্ষ রাজি হয়েছে আমাদের রাফাল কমব্যাট এয়ারক্রাফ্টের জন্য এই ক্ষেপণাস্ত্রগুলি দিতে৷”