বাংলার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর বাগডোগরা বন্ধ থাকবে টানা ১৫ দিনের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাংলার দ্বিতীয় ব্যস্ততম বাগডোগরা বিমানবন্দর বন্ধ থাকতে চলেছে টানা ১৫ দিনের জন্য। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিমানবন্দর বন্ধ থাকবে মূলত রানওয়ে সংস্কারের কাজের জন্যই । সোমবার এই বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে বাগডোগরা বিমানবন্দরের তরফ থেকে। এছাড়াও চলতি মাসে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে বিমান চলাচলের উপরেও।

প্রসঙ্গত, বাগডোগরা বিমানবন্দরে প্রতিদিন ওঠা-নামা করে প্রায় ৩০ টি বিমান এবং যাতায়াত করেন ৭ হাজার থেকে ৮ হাজার যাত্রী। বাগডোগরা বিমানবন্দরে পর্যটকদের ভিড় ক্রমশ লেগেই থাকে এটি উত্তরবঙ্গে প্রবেশের অন্যতম পথ হওয়ার কারণেও। যদিও উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা অনেকটাই ধাক্কা খেয়েছে বর্তমানে কোভিডের জন্য বিশেষ বিধি-নিষেধের জেরে। বাগডোগরা বিমানবন্দরেও এমনকি যার প্রভাব পড়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *