বাড়ছে কি লোকাল ট্রেনের সংখ্যা, আজ রেল-রাজ্য ফের বৈঠকে বসছে চলেছে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য রেলের আধিকারিকরা ফের বসতে চলেছে বৈঠকে । জানা গেছে আজ বৃহস্পতিবার এই বৈঠক আয়োজিত হবে ভবনী ভবনে। এই বৈঠকে উপস্থিত থাকবেন এমনকি পূর্ব রেলের এজিএম এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও। এছাড়াও এই বৈঠকে হাজির থাকবেন রাজ্য এবং রেলের পুলিশকর্তারাও।এই বৈঠক হবে স্বরাষ্ট্রসচিব অথবা মুখ্যসচিবের পৌরহিত্যে। প্রসঙ্গত লোকাল ট্রেন চালুর প্রথম দিন থেকেই উঠতে শুরু হয়ে যায় ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর দাবি। বিশেষত শিয়ালদা ডিভিশনের সকালের দিকে এবং সন্ধ্যার দিকে লোকাল ট্রেন আরো বৃদ্ধি করা হোক, এমনি দাবি জানিয়েছেন রেলের নিত্যযাত্রীরা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার সাংবাদিক সম্মেলন করে নবান্ন থেকে জানিয়েছেন, ট্রেনের সংখ্যা আরো বাড়ানো হোক করোনা সংক্রমণে কথা মাথায় রেখেই।
সেই বিষয়ে আলোচনার জন্যই বৃহস্পতিবার রাজ্য এবং রেল কর্তারা ফের বৈঠকে বসতে চলেছে বিকেল তিনটের সময়। যদিও পূর্ব রেলের এক আধিকারিকরা জানিয়েছেন, তারা ৮৪ শতাংশ লোকাল ট্রেন চালাচ্ছেন অফিস টাইমে। তাদের আরও লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে যাত্রী সংখ্যা বৃদ্ধি হলে। একই সঙ্গে অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলা হচ্ছে বলেও পূর্ব রেল আধিকারিকরা জানান।