বিদেশ মন্ত্রক ইসলামাবাদে ফেরত পাঠাচ্ছে পাক দূতাবাসের অর্ধেক কর্মীকে
বেস্ট কলকাতা নিউজ : ভারতের বিদেশ মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে ভারতে অবস্থিত পাক দূতাবাসের অর্ধেক কর্মীকে পাকিস্থানে ফেরত পাঠানোর ব্যাপারে। মঙ্গলবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে নরেন্দ্র মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে পাক দূতাবাসের কর্মীদের একাংশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের জেরেই। একই সঙ্গে নয়াদিল্লি অর্ধেক কর্মীকে দেশে ফেরাচ্ছে ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকেও ।
সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করা হয় নয়াদিল্লির পাক হাইকমিশনের দুই কর্মীকে এবং তার উত্তরে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের দুই কর্মীকে নিগ্রহ ও গ্রেফতারির ঘটনায় কূটনৈতিক টানাপড়েনের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘গুপ্তচরবৃত্তি এবং বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগসাজস রয়েছে ওদের (পাক হাইকমিশন)। গত ৩১ মে দুই হাই কমিশন কর্মীর হাতেনাতে ধরা পড়া এবং বহিষ্কার তারই প্রমাণ।’’