বিশ্বকাপ নিয়ে আক্রান্ত শিলিগুড়ি মাতল গোটা শহর
শিলিগুড়ি : বিশ্বকাপ নিয়ে গোটা দেশের সাথে মেতে উঠেছে শিলিগুড়ির মানুষও। গোটা শহর সেজে উঠেছে জাতীয় পতাকা দিয়ে। মানুষের মুখে শুধুমাত্র বিশ্বকাপ।এবারের উন্মাদনাই যেন একেবারেই আলাদা। সবার মুখে একটাই সুর এবারে আবার বিশ্বকাপ আসছে ঘরে। শহরের সব জায়গাতেই চলছে টিভি এবং মোবাইল। এবারে মোবাইলে খেলা দেখা যাচ্ছে তাই আর চিন্তা নেই, পথে চলতে চলতে দেখতে দেখতে যাচ্ছেন সাধারন মানুষ। দিনের মাঝে ভারত ব্যাট করতে নামল কি না, কে কত রান করল।সবমিলিয়ে কে বেশী উইকেট পেল সবার মুখে একই কথা। এই পূজার মরশুমে বিশ্বকাপ যেন মানুষের বুকে এক আনন্দের ছোয়া নিয়ে এসেছে। সবাই সব কিছু ভুলে বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছে। বাঙালির সব কিছুর মধ্যে আছে ক্রিকেট আর তাই বিশ্বকাপ আমাদের কাছে একটা আলাদা অনূভুতি।জানালেন শিলিগুড়ির প্রাক্তন ক্রিকেটার পলাশ ভৌমিক।তিনি জানালেন যে ক্রিকেট খেলছি আমরা একেবারে নিশ্চিত বিশ্বকাপ আমাদের ঘরেই ঢুকছে। আর আমাদের দল যে ক্রিকেট খেলছে একেবারেই নিশ্চিত আমরাই চাম্পিয়ান হচ্ছি। তবে ক্রিকেট অনিশ্চিয়তার খেলা, একেবারে শেষ বল না হওয়া পযর্ন্ত বিশ্বাস নেই কে জেতে। তবে শিলিগুড়ি এখন ক্রিকেট ফোবিয়ায় আক্রান্ত শুধুমাত্র ক্রিকেট আর ক্রিকেট।