বোমা উদ্ধার বাসন্তীর গ্রামে , রাতভর বোমাবাজি! আতঙ্ক ছড়ালো পঞ্চায়েত ভোটের আগে
বেস্ট কলকাতা নিউজ : বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের নিতাইপাড়ার। অভিযোগ, গভীর রাতে দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করে। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা শিক্ষক সুনীল নস্করের বাড়ির সামনে রাস্তার উপরে বোমাবাজির দাগ। পড়ে ছিল একটি তাজা বোমাও ।
এমনকি ঢিল ছোঁড়া দূরত্বে কালী মন্দিরের সামনেও বোমাবাজির দাগ এবং সুতুলি পড়ে থাকতে দেখা গিয়েছে। এমএসকে শিক্ষাকেন্দ্রের সামনেও বোমার দাগ দেখেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য় এলাকায়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিস এসে বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াডে খবর দেয়। তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিস।
এক স্থানীয় জানান, ‘সকালে উঠে বোমা পড়ে থাকতে দেখে প্রশাসনকে জানাই। রাতে বোমাবাজির ঘটনায় যথেষ্ট আতঙ্কে ছিলাম।’ স্পষ্টতই পঞ্চায়েত ভোটের আগে এভাবে বোমাবাজির ঘটনায় চাপা আতঙ্কে গ্রাম।