বদলে যেতে চলেছে অন্ধ্রপ্রদেশের রাজধানী এ বার বিশাখাপত্তনমকে রাজধানী হিসাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বদলে যেতে চলেছে অন্ধ্রপ্রদেশের রাজধানী৷ এ বার বিশাখাপত্তনমকে সে রাজ্যের রাজধানী হিসাবে ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি৷ ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক অ্যালায়েন্সের সভায় মঙ্গলবার এই ঘোষণা করেন তিনি৷ বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী৷ হাজার বিতর্কের মধ্যে গত নভেম্বরের জগন রেড্ডি সরকার AP Decentralization and Inclusive Development of All Regions Act, 2020 নামে বিশেষ আইনটি প্রত্যাহার করে নেয়৷ সেখানে বিশাখাপত্তনমকে এক্সিকিউটিভ ক্যাপিটাল, অমরাবতীকে লেগিসলেটিভ ক্যাপিটাল ও কুর্নুলকে জুডিশিয়াল ক্যাপিটাল হিসাবে ঘোষণা করার কথা ছিল৷ তবে বর্তমান ঘোষণায় সেই পরিকল্পনা বাতিল বলেই পরিগণিত হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *