ভবানীপুরে শব্দবাজির প্রতিবাদ, বৃদ্ধা মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো এলাকার যুবকদের বিরুদ্ধে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কালীপুজোর রাতে শব্দবাজির প্রতিবাদ করতে গিয়ে নিগ্রহের শিকার এক বৃদ্ধা ও এক মহিলা ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় ৷ আক্রান্ত মহিলার পরিবারের দাবি, অভিযুক্তরা স্থানীয় কয়েকজন যুবক ৷ এমনকী পুলিশের বিরুদ্ধে পরিবারের অভিযোগ, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রাথমিকভাবে কোনও পদক্ষেপ করতে চায়নি । এই বিষয়ে লালবাজারের তরফে কোনও পতিক্রিয়া পাওয়া যায়নি ৷

এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে ভবানীপুর এলাকায় গভীর রাত পর্যন্ত তীব্র শব্দবাজি ফাটানো হচ্ছিল ৷ এলাকার বহু মানুষ পুজোর আনন্দে মেতে ছিলেন ৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে অতিষ্ঠ হয়ে যান এলাকার বাসিন্দারাও ৷ প্রতিবেশীদের বারবার অনুরোধ সত্ত্বেও শব্দবাজি ফাটানো বন্ধ হয়নি ৷ তখন এক মহিলা প্রতিবাদ জানাতে বেরিয়ে আসেন ৷

অভিযোগ, প্রতিবাদ করার পরই কয়েকজন স্থানীয় যুবক ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করে ৷ পরে তাঁরা ওই বৃদ্ধা মহিলার বাড়িতে ঢুকে সেখানে তার উপরেও চড়াও হয় মারধরও করে ৷ মহিলার ভাই ঘটনাস্থলে ছুটে এসে বোনকে রক্ষা করতে গেলে তাঁকেও মারধর করা হয় ৷ ঘটনায় দু’জনই গুরুতর আহত হন ৷ পরে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে, প্রথমে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে দাবিও করেছেন আক্রান্ত মহিলা ৷ এলাকার বাসিন্দাদের বক্তব্য, “শব্দবাজি নিয়ে প্রতিবাদ করলেই যদি এমন হেনস্থা হতে হয়, তবে আইন রক্ষাকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে ৷” পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *