জ্বালানির দামের সূচক অষ্টমদিনেও ঊর্ধ্বমুখী , কলকাতায় পেট্রল 109.68 ও ডিজেল 94.62 টাকা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :জ্বালানির জ্বলুনি অব্যাহত ৷ পেট্রল-ডিজেলের দাম 7 বার বাড়ল গত 8 দিনে ৷ আজ দেশের চারটি মেট্রো শহরে পেট্রল ও ডিজেলের দাম গড়ে 80 ও 70 পয়সা করে বাড়ল বাজার খুলতেই ৷ ফলে পেট্রল-ডিজেলের দাম প্রায় 5 টাকা বেড়েছে 8 দিনে৷ কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি 83 পয়সা বেড়ে 109.68 টাকায় দাঁড়িয়েছে ৷ আর ডিজেল 70 পয়সা বেড়ে 94.62 টাকা হয়েছে ৷

আজকের এই মূল্যবৃদ্ধির পর লিটার প্রতি পেট্রলের দাম একশো পেরিয়েছে রাজধানী দিল্লিতে৷ উল্লেখ্য কেন্দ্রের তরফে পেট্রল-ডিজেলের দাম 15 টাকা করে কমানো হয়েছিল মাস চারেক আগে৷ যার পরে দিল্লিতে পেট্রলের দাম একশোর নিচে নেমে গিয়েছিল ৷ কিন্তু, তা ফের একবার সেঞ্চুরি পার করেছে গত একসপ্তাহে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুবাদে৷ দিল্লিতে লিটার প্রতি পেট্রল 100.21 টাকা হয়েছে 80 পয়সা বেড়ে৷ ডিজেলের দাম 70 পয়সা বেড়ে 91.47 টাকা হয়েছে ৷

একইভাবে পেট্রলের দাম লিটার প্রতি 85 পয়সা বেড়ে 115.04 টাকা হয়েছে এবং ডিজেল 75 পয়সা বেড়ে 99.25 পয়সা হয়েছে বাণিজ্য নগরী মুম্বইয়ে৷ জ্বালানির এই মূল্যবৃদ্ধি জারি থাকলে, বাণিজ্য নগরীতে ডিজেলের দামের সেঞ্চুরি পার করা শুধু সময়ের অপেক্ষা বলে ওয়াকিবহাল মহল মনে করছে ৷ আরেক মেট্রো শহর চেন্নাইয়ে পেট্রলের দাম লিটার প্রতি বেড়েছে 76 পয়সা ৷ ফলে সেখানে 105.94 টাকা দাঁড়িয়েছে পেট্রলের নয়া দাম ৷ ডিজেলের দাম বেড়েছে 67 পয়সা ৷ ফলে লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে 96 টাকা ৷

সাড়ে চার মাসের বেশি সময় ধরে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির সূচক এক জায়গায় স্থির ছিল গত বছর নভেম্বর মাস থেকে৷ কিন্তু, গত ২২ মার্চ থেকে সেই সূচক ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করেছে পাঁচ রাজ্যের নির্বাচন মিটতেই৷ যার প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের পকেটে৷ জ্বালানির এই লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির জেরে, ক্রমশ বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও ৷ ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে দৈনন্দিন খরচ চালাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *