GRP-র তৎপরতা সত্ত্বেও মহিলা যাত্রীর মৃত্যু হল চলন্ত ট্রেনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এক মহিলা যাত্রীর মৃতদেহ উদ্ধার হল চলন্ত ট্রেন থেকে৷মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়া-ডিব্রুগড়গামী আপ ইন্দ্রাণী এক্সপ্রেসে ৷ গতকাল মাঝরাত থেকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা টাউন স্টেশনে৷রেল সূত্রে জানা যাচ্ছে হাওড়া-ডিব্রুগড়গামী আপ ইন্দ্রানী এক্সপ্রেসের বি ২ নম্বর বাতানুকুল কামরায় নিউ জলপাইগুড়ি যাচ্ছিলেন কৃষ্ণা দত্ত চৌধুরি (৫৭)৷ দক্ষিণ দমদমের লেকটাউন এলাকায় তাঁর বাড়ি৷ একাই নিউ জলপাইগুড়ি যাচ্ছিলেন তিনি৷ ট্রেনটি ফরাক্কা ঢোকার কিছুক্ষণ আগে ট্রেনে কর্তব্যরত GRP কর্মীদের কৃষ্ণাদেবীর সহযাত্রীরা জানান, “ওনার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ৷ অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে৷” কর্মীরা তখনই এই বিষয়টি জানান মালদা GRP- থানায় ৷”

রাত ১২টার পর ট্রেনটি যখন মালদা টাউন স্টেশনে পৌঁছোয়, স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই রেলপুলিশ ওই কামরায় চিকিৎসককে নিয়ে হাজির হয়৷ কিন্তু কৃষ্ণাদেবীর মৃত্যু হয় ততক্ষণে৷ মালদা জিআরপি থানার আইসি ভাস্কর প্রধান জানিয়েছেন, মৃতা কলকাতা থেকে যাচ্ছিলেন শিলিগুড়িতে কোনও আত্মীয়ের বাড়িতে ৷ দুর্ভাগ্যবশত তাঁর মৃত্যু হয় চলন্ত ট্রেনেই৷ গোটা বিষয়টি তাঁরা জানিয়েছেন হাওড়া জিআরপিকেও৷ হাওড়া জিআরপি’রপক্ষ থেকে খবর পাঠানো হয়েছে ওই মহিলার বাড়িতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *