ভারতে হতে চলেছে করোনার দুই টিকার সবচেয়ে বড় ট্রায়াল, প্রস্তুতি শুরু হয়ে গেছে: জানালো আইসিএমআর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শুরু হয়ে গেছে মানুষের শরীরে কোরোনার টিকা দেওয়ার প্রস্তুতি। ভারতে খুব তাড়াতাড়ি শুরু করা হবে এখনও অবধি সবচেয়ে বড় ভ্যাকসিনের ট্রায়াল , ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) ডিরেক্টর জেনারেল ডক্টর বলরাম ভার্গব এমনটাই জানিয়েছেন। ভারতে বর্তমানে কোরোনার ভ্যাকসিনের দৌড়ে এগিয়ে জাইদাস ক্যাডিলার তৈরি জ়াইকভ-ডি ভ্যাকসিন ক্যানডিডেট এবং ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি কোভ্যাক্সিন।

এই দুই ভ্যাকসিনই ক্যানডিডেটই ড্রাগ কন্ট্রোলের অনুমোদন পেয়েছে ক্লিনিকাল ট্রায়ালের জন্য। ডক্টর বলরাম আরো জানিয়েছেন, এই দুই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে দেশের একাধিক জায়গায়। প্রায় হাজার জন করে স্বেচ্ছাসেবক বেছে নেওয়া হয়েছে প্রতিটির ক্ষেত্রে। ভ্যাকসিনের ট্রায়াল করা হবে প্রথম ও দ্বিতীয়, এই দুই পর্যায়ে। এদিকে ভারত বায়োটেক করোনার টিকা আনার কথা ঘোষণা করেছিল স্বাধীনতা দিবসের দিনেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *