অবশেষে অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নেওয়া হল বারুইপুর কোভিড ও সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বারুইপুর মহকুমা হাসপাতালে একটি ১০০ শয্যার কোভিড হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছিল কয়েকদিন আগেই। তারপর থেকেই ক্রমশ বাড়তে থাকে অক্সিজেনের চাহিদা। এই পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে সেখানে একটি অক্সিজেন প্লান্ট বসানোর জন্য ৷ এর পাশাপাশি অক্সিজেন প্লান্ট বসানো হবে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের জন্যও৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার কাজও৷

বারুইপুর কোভিড হাসপাতালে প্রতিদিন তিন দফায় আনতে হচ্ছে প্রায় ১৩০ টি বড় ও ১২ ০ টি ছোট অক্সিজেন সিলিন্ডার। কোভিড হাসপাতালে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ শুরু হয়ে যাবে সপ্তাহ দু’য়েকের মধ্যেই। রাজ্য স্বাস্থ্য দফতর দু’টি পৃথক অক্সিজেন প্লান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে বারুইপুর কোভিড হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের জন্যও । সেইমতো হয়ে গিয়েছে জমি চিহ্নিতকরণও । দু’টি অক্সিজেন প্লান্ট তৈরি করবে ন্যাশানাল হাইওয়ে অথরিটি।এসিএমওএইচ বারুইপুর ইন্দ্রনীল মিত্র জানিয়েছেন, অক্সিজেন প্লান্ট দু’টি হয়ে গেলে পুরোপুরি মেটানো সম্ভব হবে কোভিড হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেনের চাহিদাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *