মন্ত্রীরা শপথ নিলেন রাজভবনে, তৃতীয় মমতা সরকারের পথ চলা শুরু হল ৪৩ জনকে নিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন একরকম অনাড়ম্বরভাবেই। এমনকি কোনও আড়ম্বর দেখা গেল না রাজ্য মন্ত্রিসভার শপথেও। আজ সোমবার রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল সমস্ত রকম কোভিড বিধি মেনেই। রাজ্যপাল জগদীপ ধনকড় শপথ বাক্য পাঠ করালেন মোট ৪৩ জনকে । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও ধনকড়কে দেখা গেল একরকম খোশমেজাজেই ।

এদিন রাজভবনে মূলত উপস্থিত ছিলেন ৪০ জন মন্ত্রী।অমিত মিত্র অসুস্থ রয়েছে দীর্ঘদিন ধরেই। সেই কারণে তিনি হাজির হতে পারেননি রাজভবনে। অন্যদিকে রথীন ঘোষ ও ব্রাত্য বসুও করোনা আক্রান্ত। ফলে উপস্থিত হতে পারেননি তাঁরাও। তবে একই সময়ে এই তিন মন্ত্রী এদিন ভারচুয়ালি শপথ গ্রহণ করলেন বাকি ২১ জন পুর্ণমন্ত্রীদের সঙ্গে। পুর্ণমন্ত্রীদের তালিকায় রয়েছে সুব্রত মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সাধন পাণ্ডে, অরূপ রায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাঁজা-সহ অন্যান্যরা। তারপর শপথ নিলেন স্বাধীন দায়িত্ব প্রাপ্ত ১০ মন্ত্রী। শেষে শপথ নেন ৯ জন প্রতিমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হয় মাত্র ৭ মিনিটে। একাধিক নতুন মুখের ভিড় মমতার তৃতীয় মন্ত্রিসভায়।

মমতার তৃতীয় মন্ত্রিসভায় রয়েছে একাধিক নতুন মুখ। তাঁদের মধ্যে রয়েছেন, বীরবাহা হাঁসদা। রয়েছেন জঙ্গলমহলের বিধায়ক জ্যোত্‍স্না মাণ্ডি, শ্রীকান্ত মাহাতো। শপথ নিলেন মনোজ তিওয়ারি, রত্না দে নাগ, আখরুজ্জামান, দিলীপ মণ্ডল, অখিল গিরি সহ-বেশ কয়েকজন। অখিল গিরি দীর্ঘদিন ধরেই পরিচিত ছিল মূলত ‘দিদির সৈনিক’ রূপেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *