মানেকা-বরুণ কলকাতায় ২১-য়ের সমাবেশে! পদ্ম ছেড়ে কি এবার জোড়া-ফুলে? বাড়ছে জল্পনা
বেস্ট কলকাতা নিউজ : চরম উন্মদনা ২১ জুলাই সমাবেশ কে ঘিরে। লোকারণ্য ধর্মতলা। বিগত বছরগুলিতে নানা চমক দেখা গিয়েছে ২১য়ের মঞ্চে। একাধিক হেভিওয়েট জোড়া-ফুলে যোগ দিয়েছিলেন বাম, কংগ্রেস থেকে। এবারও কী সেই চমকের সম্ভাবনা রয়েছে দু’বছর পর হওয়া তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার ধর্মতলায় প্রস্তুচি দেখতে এসে বলেছিলেন ‘২১ মানেই চমক।’ আর এ দিনই বিজেপির উত্তরপ্রদেশের দুই সাংসদ মানেকা ও বরুণ গান্ধী কলকাতায় পৌঁছেছেন। আপাত নানা জল্পনা চলছে গান্ধী পরিবারের এই দুই পদ্ম সাংসদকে ঘিরেই।তবে কী ইন্দিরা গান্ধীর ছোট পুত্রবধূ ও পৌত্র পদ্ম ছেড়ে হাতে নেবেন জোড়-ফুলের পতাকা ? এ নিয়ে এখনও মুখ খোলেনি কোনও পক্ষেই ।
তাহলে ২১ জুলাই মানেকা ও বরুণের কলকাতায় আসার বিষয়টি পুরোটাই কাকতালীয়? গত কয়েক বছরে মানেকা গান্ধী ও বরুণকে সরব হতে দেখা গিয়েছে মোদী সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে। মন্ত্রীত্ব গেলেও ২০১৯ সালে বিজেপি মানেকাকে টিকিট দিয়েছিল উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে। পদ্ম প্রতীকে বরুণ পিলিভিট থেকে লড়েছিলেন । দু’জনেই জয়ী হন। কিন্তু, সেনায় নিয়োগে অগ্নিপথ প্রকল্পই হোক বা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে চড়া জিএসটি চাপানোর সিদ্ধান্তের বিরুদ্ধে বরুণ গান্ধী মুখ খুলেছিলেন । অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরেরও।