আর নেই দরকার গ্যাস বাড়ানোর সরকার ’, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ দেবের সঙ্গে প্রতীকি সিলিন্ডার দিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানালেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে। প্রথমের দলের প্রতীকি সিলিন্ডার তুলে ধরতে কর্মী, সমর্থকদের নির্দেশ দিলেন। এরপর তিনি অভিনেতা ও সাংসদ দেবকে মঞ্চে আসার নির্দেশ দিলেন । দেব মঞ্চে উঠে প্রতীকি সিলিন্ডার তুলে ধরলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে।

এরপর বিজেপিকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “গ্যাস বাড়ানোর সরকার আর নেই দরকার। ডিজেল বাড়ানোর সরকার আর নেই দরকার। পেট্রোল বাড়ানোর সরকার আর নেই দরকার। মুড়িতে ট্যাক্স বসানোর সরকার আর নেই দরকার। রাস্তায় রাস্তায় দাঙ্গা করা সরকার আর নেই দরকার। গুন্ডামি করা সরকার আর নেই দরকার।”

” মুখ্যমন্ত্রীর আরও কটাক্ষ, কী সুন্দর একটা সরকারের আমলে বাস করছি আমরা!” এরপর জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “এই সরকার থাকুক আপনারা কি তা চান ? দরিদ্র মানুষের জন্য কিছু নেই। দরিদ্র মানুষের যা কিছু, সব হরণ করে নিয়েছে। চুরি করে নিয়েছে দরিদ্র মানুষের সবকিছুই ।”মুখ্যমন্ত্রী এও জানান, “আজকের টাকার দাম সবচেয়ে কমে গেছে। সরকার ভাঙছে। ব্যাংক বন্ধ করে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *