মৃত্যু হল করোনা টিকার দ্বিতীয় ডোজ় নিতেই, ডাক্তাররা ধন্দে সঠিক কারণ নিয়েও
বেস্ট কলকাতা নিউজ : একদিকে কোভিড টিকাকরণ অভিযান চলছে প্রায় সমগ্র দেশজুড়ে, পাশাপাশি মনের মধ্যে ধন্দও অব্যাহত এই টিকা নিয়েও। মহারাষ্ট্রের একটি ঘটনা সেই ধন্দ আরও বাড়াল। ৪৫ বছরের এক ব্যক্তির মৃত্যু ঘটল কোভিড টিকার দ্বিতীয় ডোজ় নেওয়ার অব্যবহিত পরেই। এই ঘটনায় এমনকি ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়েছে
সমগ্র এলাকায়।
জানা গেছে, মঙ্গলবার ভিওয়াণ্ডিতে এক চক্ষুবিশেষজ্ঞের গাড়ির চালক সুখদেব কিরদাত কোভিড টিকার দ্বিতীয় ডোজ় নেন। এরপর নিয়ম মতো পর্যবেক্ষণ ঘরে তাঁকে বসিয়ে রাখা হয়েছিল। ডোজ় নেওয়ার ১৫ মিনিটের মধ্যেইতিনি মাটিতে লুটিয়ে পড়েন জ্ঞান হারিয়ে। এরপর তাঁকে কাছের ইন্দিরা গান্ধি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে ঘোষণা করেন মৃত বলে। তবে চিকিত্সকরা কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেননি মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে। তাঁরা জানিয়েছেন, মৃত্যুর আসল কারণ বোঝা যাবে ময়নাতদন্তের পরই। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে এমনকি টিকাকারণ নিয়েও। সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তাররা একরকম মুখিয়ে রয়েছেন ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য।