কলকাতা সহ এ রাজ্যে বৃদ্ধি পেলো কনটেনমেন্ট জ়োনের সংখ্যা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কনটেনমেন্ট জ়োনের সংখ্যা আরও বাড়ল এ রাজ্যে৷ আরও ৬৩ টি নতুন কনটেনমেন্ট জ়োন চিহ্নিত করা হয়েছে৷ এনিয়ে রাজ্যে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা মোট বেড়ে দাঁড়ালো ৭৩৯। কোরোনার সংক্রমণ আটকাতে লকডাউনে কড়াকড়ি জারি থাকবে এইসব এলাকায়৷ রাজ্যে যে ৬৩ টি কনটেনমেন্ট জ়োন বাড়ানো হয়েছে, তার মধ্যে ৮ টি জোনই রয়েছে শহর কলকাতায়। আগের ২৪ টি থেকে এখন কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল ৩২ টি।

কলকাতায় সবথেকে খারাপ কোরোনা সংক্রমণের পরিস্থিতি । রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, কলকাতায় এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসের হদিস মিলেছে মোট ১৩ হাজার ৩৪৪ জনের শরীরে। এদের মধ্যে ৫ ,২৭৫ জন চিকিৎসাধীন এই মূহুর্তে।

সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, বৃহত্তর কনটেনমেন্ট জ়োন গঠন করা হবে কনটেনমেন্ট জ়োন ও বাফার জ়োন মিলিয়ে। নতুন করে আরও ১৮ টি এই ধরনের কনটেনমেন্ট জ়োন চিহ্নিত হয়েছে উত্তর ২৪ পরগনায়। এই মূহুর্তে উত্তর ২৪ পরগনায় সবমিলিয়ে কনটেনমেন্ট জ়োন রয়েছে ১১৩ টি। দক্ষিণ ২৪ পরগনায় ১২ টি বেড়ে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা হয়েছে ৬৭ টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *