মোদীর মন্ত্রী যেতে চান লালুর দলে! তুমুল শোরগোল তেজস্বীর এক দাবিতে
বেস্ট কলকাতা নিউজ : নিত্যানন্দ রাই বিহারে লালুর দল আরজেডিতে যোগ দিতে চেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আগে। জাতীয় রাজনীতিও ব্যাপক তোলপাড় বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের বিস্ফোরক দাবি ঘিরে। বিহারের উদিয়ারপুরের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই নাকি লালুর দলে যোগ দিতে চেয়েছিলেন। তার আগে তেজস্বী নিত্যানন্দের আক্রমণের মুখে পড়েন এনডিএ রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে মূর্তি বলে সম্ভোধন করে । তার পরই তেজস্বী শোরগোল ফেলে দিয়েছেন পাল্টা বিস্ফোরক দাবি তুলে।
তেজস্বীর দাবি নিয়ে বিজেপি মুখপাত্র তথা দলের ওবিসি মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক নিখিল আনন্দ সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, “নিত্যানন্দ রাইয়ের জনপ্রিয়তা বৃদ্ধি বিপদ হয়ে দাঁড়িয়েছে তেজস্বী এবং তাঁর পরিবারের জন্য। এখন তাই নেমেছে চরিত্র হননের পথে।”আনন্দ আরও বলেছেন, “লালুপ্রসাদের পরিবার বার বার চেষ্টা করেছে রাইয়ের চরিত্র হননের। সেই ঘনিষ্ট নেতা প্রাক্তন সাংসদ রঞ্জন যাদব থেকে শুরু করে বর্তমানে পাটলিপুত্রর সাংসদ রাম কৃপাল যাদব। যাদবদের ভুল বুঝিয়েছেন লালুপ্রসাদ। তেজস্ব যা বলছে তা অপমানের সমান নিত্যানন্দকে । যতই করুক, লালুপ্রসাদের সামনে মাথা নত করবেন না নিত্যানন্দ রাই।”