মোদীর মেরুদণ্ডহীন চেলা’, বিজেপি নেতার রেলমন্ত্রীর ইস্তফার দাবি বালাসোরে ট্রেন দুর্ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : বালাসোরে রেল দুর্ঘটনায় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি উঠল বিজেপির অন্দরেই। কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন বিজেপির নেতাই। প্রাক্তন সাংসদ টুইট করে তীব্র আক্রমণ করলেন অশ্বিনী বৈষ্ণোকে।
‘প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়াই পদত্যাগ করা উচিত রেলমন্ত্রীর। যোগ্য হোক বা অযোগ্য, প্রধানমন্ত্রী তাঁর মেরুদণ্ডহীন চেলাদের মন্ত্রী করায় বিখ্যাত। তার মূল্য তাঁকে দিতে হচ্ছে’। এই ভাষাতেই আক্রমণ করেছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।প্রসঙ্গত, ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে এবার মুখ খুলেছেন খোদ রেলমন্ত্রী। ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের পরিবর্তনের কারণে বালাসোরে ঘটে গিয়েছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, প্রথমবার দুর্ঘটনার কারণ জানালেন রেলমন্ত্রী।
এদিন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী মণিপুর হিংসার প্রসঙ্গও টেনে এনেছেন। টুইটে লিখেছেন, ‘মণিপুর তার আরও একটি উদাহরণ, সেখানেও তাঁর অযোগ্য চেলাকে প্রধান হিসেবে নিয়োগ করেছেন’। খোদ বিজেপি নেতার এহেন টুইটে শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। তাহলে কি কোথাও প্রধানমন্ত্রীর প্রতি রোষ বাড়ছে দলের মধ্যেই, উঠছে এমন প্রশ্ন।