রাষ্ট্রীয় সম্মানে শঙ্খ ঘোষের শেষকৃত্য তোপধ্বনি ছাড়াই , ঘোষণা এ রাজ্যের মুখ্যমন্ত্রীর
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য সরকার রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাবে প্রয়াত কবি শঙ্খ ঘোষকে। তবে দেওয়া হবে না তোপ ধ্বনি। কারণ, তা কবি পছন্দ করতেন না। কবির ইচ্ছেকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তবে তিনি বলেন, অন্য ব্যবস্থা নেওয়া হয়েছে কবিকে সম্মান জানানোর জন্য । মুখ্যমন্ত্রী জানিয়েছেন এ ব্যাপারে রাজ্যের মুখ্যসচিবকে যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও।
প্রসঙ্গত, বুধবার বেলা সাড়ে ১১ টা নাগাদ কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতায় নিজের বাড়িতেই। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ”শঙ্খদার মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করছি। সমবেদনা জানাই তাঁর পরিবার এবং শুভানুধ্যায়ীদের সকলকে। করোনায় আক্রান্ত হয়েছিলেন শঙ্খদা। তার পরও যাতে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা যায়, মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি সে ব্যাপারেও। তবে শঙ্খদা পছন্দ করতেন না গান স্যালুট। সেটা বাদ রাখছি।”