রুজিরা আজ মুখোমুখি হবেন CBI-এর, ইতিমধ্যেই জবাব দিয়েছেন নোটিসেরও
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে রুজিয়া নারুলা জবাব দিলেন সিবিআই-য়ের নোটিসের।মূলত কয়লা পাচারকাণ্ডে রবিবারই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দেয় সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রুজিরার সময় চায় আপাতত বাড়িতেই জিজ্ঞাসাবাদ করার জন্য। জানা গিয়েছে, জানা গেছে গত সোমবারই সেই নোটিসের জবাব দিয়েছেন যুব তৃণমূল সভাপতির স্ত্রী। এদিকে সিবিআই সূত্রে খবর আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত রুজিরা নারুলা সময় দিয়েছেন বলেও। জানা গিয়েছে, তদন্তকারী অফিসার উমেশ কুমারকে উদ্দেশ্য করে রুজিরা আরও লিখেছেন, কেন তাঁকে নোটিস দেওয়া হল সেই বিষয় কিছুই তার জানা নেই। তবে, বাড়িতে এসে বয়ান রেকর্ড করা যেতে পারে আজ সকাল ১১ থেকে ৩টের মধ্যে।
প্রসঙ্গত, রবিবার দুপুরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাঁচ আধিকারিক পৌঁছে যান কালীঘাটে তৃণমূল যুব সভাপতির বাসভবন শান্তিনিকেতন রেসিডেন্সিতেও। তবে সেই সময় রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা বাড়িতে ছিলেন না বলেই তাঁরা জানতে পারেন। এরপর তদন্তকারী অফিসারের মোবাইল নম্বর দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, সিবিআই অভিষেকের স্ত্রীকে এই মামলায় বাড়িতেই জিজ্ঞাসাবাদ করতেই বেশি আগ্রহী। সিবিআই সূত্রে জানা আরও যাচ্ছে, এই মামলায় গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ।