ক্রমশ বাড়ছে সংক্রমণ,নিষেধাজ্ঞা জারি হল সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশের ক্ষেত্রে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনা সংক্রমণ ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহারাষ্ট্রে। রবিবার রাজ্যের মানুষকে এব্যাপারে সতর্ক করে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলেন। করোনা সংক্রমণের দাপটে আপাতত কিছুদিনের জন্য রাজনৈতিক সভা, ধর্মীয় সভা, সামাজিক সমাবেশ নিষিদ্ধ হল সে রাজ্যে।

উদ্ধব ঠাকরে আরও জানিয়েছেন, জানুয়ারিতে আগে একসময় যেখানে মাত্র ২০০০ এর কাছাকাছি ছিল দৈনিক সংক্রমণ বর্তমানে সেখানে আক্রান্ত হচ্ছেন ৭০০০ জন।তিনি সাধারণ মানুষকে সতর্ক হতে আবেদন করেছেন এই সংক্রমণের তীব্রতা বাড়ায়। এদিকে নতুন করে করোনা সংক্রমণ ছড়ানোয় এমনকি বেশ চিন্তারও ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে।
এই পরিস্থিতিতে ফের নাইট কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়েছে পুনে শহরের প্রশাসন। বন্ধ করে দেওয়া হচ্ছে এমনকি স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলিও। হোটেল রেস্তোরাগুলি খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত। এও জানানো হয়েছে কোনও বিয়েবাড়ির জমায়েতে ২০০ জনের বেশি লোককে আমন্ত্রণ করা যাবে না বলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *