লকডাউন জারি থাকবে সম্পূর্ণ ভাবে ! উদ্ধব সরকারের বড় সিদ্ধান্ত ১৪ই এপ্রিলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রতিদিন আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে সেখানে টিকাকরণও যথেষ্ট হচ্ছে না মহারাষ্ট্রে। একমাত্র লকডাউনই রয়েছে করোনাকে আটকানোর উপায় হিসেবে সে রাজ্যের কোভিড টাস্ক ফোর্স বৈঠকে এমনটাই জানিয়েছে ।আর তাই প্রাথমিকভাবে লকডাউনের সিদ্ধান্তের কথাই ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বৈঠকে ৷

মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ১৪ ই এপ্রিল সিদ্ধান্ত নেবেন রাজ্যে লকডাউন জারি করার ব্যাপারে। ইতিমধ্যেই রাজ্যের করোনা টাস্কফোর্স জানিয়েছে, লকডাউন একমাত্র ভরসা রাজ্যে ক্রমবর্ধমান করোনভাইরাস পরিস্থিতির রাশ টানতে। লকডাউনকালে রাজ্যের অর্থিনীতি যাতে কোনো রকমে ভেঙে না পরে এদিনের মিটিংয়ে সেই নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে।

মুখ্যমন্ত্রী অফিস থেকে একটি টুইট করে জানানো হয়েছে , ‘অক্সিজেন এবং শয্যাগুলির সহজলভ্যতা, রেমডেসিভিয়ারের ব্যবহার, চিকিত্সার প্রোটোকল, সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিধিনিষেধ আরোপের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য টাস্ক ফোর্সের আলোচনা হয়েছে। আলোচনা হয় কোভিড প্রোটোকল লঙ্ঘনের জন্য জরিমানার বিষয়েও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *